সকল মেনু

ফাইনালে হবে সাব্বির ঝড়?

3c9ce20629224c98e75e1905eb59b920-584975f9be62aখেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : বিপিএল ফাইনালে প্রয়োজনে আগ্রাসী হবেন বলে হটনিউজ২৪বিডিকে জানিয়েছেন সাব্বির রহমান।

চলতি বিপিএলে একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমান। বরিশাল বুলসের বিপক্ষে লিগ পর্বের খেলাতে ১২২ রানের ইনিংস খেলেছিলেন। আর তাতেই বিপিএলে আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন বাংলাদেশের নতুন এই পোস্টার বয়। আগ্রাসী এই ব্যাটসম্যান খুলনা টাইটানসের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে নিজের খোলস থেকে বের হয়ে এসে দায়িত্বশীল ব্যাটিং করেছেন। খেলেছেন ৫২ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস। তবে ফাইনালে ঢাকার বিপক্ষে আগ্রাসী হওয়ার হুমকিটা আগে ভাগেই দিয়ে রাখলেন সাব্বির! প্রয়োজনে আগ্রাসী হবেন বলে হটনিউজ২৪বিডিকে জানিয়েছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।

শুক্রবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনাল নিয়ে হটনিউজ২৪বিডির সঙ্গে কথা বলেন সাব্বির রহমান, ‘আমি আইকন খেলোয়াড়। অবশ্যই আমার একটা দায়িত্ব আছে। আমি ফাইনালে অবশ্য দায়িত্ব নিয়ে খেলব। পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলার চেষ্টা করব। অবশ্যই আগে ব্যাটিং করলে আক্রমণাত্মক থাকবো। ওটাই আমার শক্তির জায়গা। তবে পরে ব্যাটিং করলে পরিস্থিতি অনুযায়ী খেলব। আস্কিং রানরেট বেশি থাকলে সেভাবেই খেলতে হবে। কম থাকলে ঝুঁকি না নিয়ে সহজেই জেতার পরিকল্পনা থাকবে।’

ঢাকার বিপক্ষে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে রাজশাহী। দুইবারই জিতেছে রাজশাহী কিংস। শুক্রবার ফাইনালে তৃতীয় বারের মতো মুখোমুখি হবে দুই দল। সবমিলিয়ে তাই ড্যারেন স্যামির মতো সাব্বিরও মনে করেন আত্মবিশ্বাসের জায়গা থেকে অনেক এগিয়ে থাকবে তাদের দল, ‘ঢাকাকে শেষ দুইবারের মুখোমুখিতে দুইবারই হারিয়েছে রাজশাহী। মানসিক ভাবে আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে থাকব। আশা করি কালকেও তৃতীয়বারের মতো মুখোমুখি হবো। আমার বিশ্বাস আমরা এবার জয়ী হব। আমরা আমাদের সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। হয়তো কাল ঢাকার বিপক্ষে আমাদের সেরাটা দেখানোর সুযোগ থাকবে।’

স্যামির নেতৃত্ব গুণে মুগ্ধ সাব্বির। তার মতে, ‘স্যামি ভালো অধিনায়ক। আমাদের দারুণ ভাবে অনুপ্রাণিত করে। দলের প্রত্যেক খেলোয়াড়ই কোনও না কোনও ভাবে অবদান রাখার চেষ্টা করছে। হয়তো সেরাটা দিতে পারছে না। তারপরও তাদের চেষ্টা আছে। স্যামি প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকে পারফরম্যান্সটা বের করে আনতে পারে।’

যত চাপই থাকুক শিরোপা জেতা নিয়ে চিন্তিত নন সাব্বির। তার ভাবনাতে শুধুই সেরা ক্রিকেট খেলা। মিরপুরে শুক্রবার ভালো ক্রিকেট উপহার দিতে চান তিনি, ‘শিরোপা কে জিতবে সেটা বলা মুশকিল। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। তবে সবকিছুই নির্ভর করছে মাঠে আমরা কেমন খেলি তার ওপর। ক্রিকেট ম্যাচ; যে কোনও কিছুই হতে পারে। ভালো ক্রিকেট খেলবো এতোটুকু বলতে পারি। হারজিত বড় বিষয় না। আমরা ফাইনাল উপভোগ করতে মাঠে নামব। আমাদের মধ্যে কোনও চাপ নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top