সকল মেনু

ঢাকায় ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ফেব্রুয়ারিতে

da78262c80503e62c35e71175bb886f6-58497a225520fহটনিউজ২৪বিডি.কম : ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করতে জনবহুল নয়টি দেশ নিয়ে গঠন করা ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি, ঢাকায় অনুষ্ঠিত হবে। ‘ই-নাইন মিনিস্টেরিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ শীর্ষক ওই সম্মেলন আয়োজন করতে গঠিত উপদেষ্টা কমিটি আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) প্রথম সভা করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও ড. অরুনা বিশ্বাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকায় অনুষ্ঠিতব্য ‘ই-নাইন মিনিস্টেরিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় সভায়। এতে উচ্চ পর্যায়ের এ সম্মেলন আয়োজনে প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পটভূমিতে ই-নাইন ফোরামের সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষাবিষয়ক লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারণের জন্য ফোরামের ১১তম সম্মেলন এবার অনুষ্ঠিত হবে ঢাকায়।

প্রসঙ্গত, পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্য থেকে জনবহুল নয়টি দেশ নিয়ে গঠিত ফোরাম হচ্ছে ই(এডুকেশন)-নাইন। এর সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর ‘সবার জন্য শিক্ষা’ এবং দ্রুত সাফল্য অর্জনের লক্ষ্যে ১৯৯৩ সালে এ ফোরাম গঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top