সকল মেনু

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন একে আজাদ

gm-azad_49395হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ে কর্মরত উপমহাব্যবস্থাপক জী এম আবুল কালাম (একে) আজাদ মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। তাকে ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স (ডিসিপি)-এ ন্যস্ত করা হয়েছে। আজাদ ডিসিপি বিভাগের মহাব্যবস্থাপক ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মূখপাত্র হিসেবে কাজ করবেন। তিনি গতকাল নতুন দায়িত্বে যোগদান করেছেন।

আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আজাদ ব্যাংকে গবেষণা বিভাগ, মনিটারি পলিসি বিভাগ ও গভর্নর সচিবালয়ে দক্ষতা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। যশোর জেলায় জন্মগ্রহণকারী আজাদ বিদেশী প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সফর করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top