সকল মেনু

‘ইসি গঠনে পারলে বিএনপির চেয়ে ভালো প্রস্তাব দিন’

274f8c55ac8e017ca4c7795fef72c2e6-58441ddcbbbd0হটনিউজ২৪বিডি.কম : নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমাদের দেওয়া প্রস্তাব তো পছন্দ হয়নি, তাহলে এর চেয়ে ভালো প্রস্তাব থাকলে দিন। আমাদের প্রস্তাবে কোনও ভুল থাকলে বলুন।’ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ইসি গঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবটি প্রত্যাখ্যান করে গত শনিবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই। বিষয়টি রাষ্ট্রপতি দেখবেন।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘মূল কথা হলো তিনি নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে চান না।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জানে ভালো নির্বাচন কমিশন হলে তারা বিজয়ী হতে পারবে না। তারা ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়।’

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘যে নেত্রী বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য, সাহসী ও দক্ষ নির্বাচন কমিশনের প্রয়োজনের কথা বলে একটি প্রস্তাব দিলেন, তা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা সমালোচনা করা হলো।’ তিনি বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা তাদের বারবার সুযোগ দেব কি না। এমন পরিস্থিতি চলতে পারে না। আন্দোলন সংগ্রাম হবে। সে আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে। আর আমাদের জনগণের কাছে যেতে হবে। তারা কী চায়, তা ইতিবাচকভাবে নিতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেবেল রহমান গাণি, এম এম আমিনুর রহমান, গোলাম মোস্তফা ভুইয়া, ব্যারিস্টার পারভেজ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top