সকল মেনু

ধান বোঝাই ট্রাক ছিনতাই

23bard1এসএস মিঠু , জয়পুরহাট থেকে : সোমবার ভোররাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জয়পুরহাট সান্তাহার সড়কের ‘কাঁঠাল বাড়ি’ নামক স্থানে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে গতিরোধ করার পর চালক ও হেলপার কে হাত-পা বেঁধে রেখে ‘মদিনা ট্রান্সপোর্ট’ নামের ধান বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৬-৪২১৭) ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।সোমবার কয়েকজন পথচারি ওই সড়কে যাতায়াতের সময় ছিনতাইকৃত ওই ট্রাকের চালক মামুন মন্ডল (৩৫)ও হেলপার এনামুল (২৩) কে হাত-পা বাঁধাবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া ওই ট্রাকের কোন হদিস মিলে নি। ট্রাকটিতে ৪২৪মন ধান ছিল। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,রোববার মধ্যরাতে দিনাজপুরের নীলসাগর এলাকা থেকে ‘মদিনা ট্রান্সপোর্ট’ নামের ট্রাকটিতে ২১২বস্তায় মোট ৪২৪মন ধান বোঝাই করে নওগাঁ জেলা সদরের সুফিয়া এগ্রো অ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলে পাঠানো হয়। ট্রাকটি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জয়পুরহাট সান্তাহার সড়কের ‘কাঁঠাল বাড়ি’ নামক স্থানে পৌঁছালে সংঘবদ্ধ দুর্বৃত্তদের কবলে পড়ে। ওই সময় দুর্বৃত্তরা সড়কের ওই স্থানে গাছ ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে ট্রাকের চালক ও হেলপার কে হাত-পা বেঁধে সড়কের পার্শ্বে ফেলে রেখে ট্রাকটি নিয়ে সটকে পড়ে।এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top