সকল মেনু

২০১৮ সালের মধ্যে স্মার্ট কার্ড পাবেন প্রতিবন্ধীরা

cb121d65fbf05850b62c83ed1584f807-583fd50ee2a12হটনিউজ২৪বিডি.কম : ২০১৮ সালের মধ্যে দেশের ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধীদের আলাদা স্মার্ট কার্ড দেবে সরকার। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী শনিবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।

সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জিল্লার রহমান।

জিল্লার রহমান বলেন, ‘২০১৭ সালে আলাদা স্মার্ট কার্ড তৈরি শুরু করা হবে। ২০১৮ সালের মধ্যেই স্মার্ট কার্ড দিতে পারবো।’

প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘সমাজসেবা অধিদফতর সারাদেশে জরিপ চালিয়ে ১৫ লাখ ১০ হাজার প্রতিবন্ধী সনাক্ত করেছে। তাদের শক্তিশালী একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এসব প্রতিবন্ধীর সব ধরনের তথ্য ডাটাবেজে পাওয়া যাবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘১৯৯৯ সালের গঠিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনেরর উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী মানুষের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা।

সরকারের নানামুখী পদক্ষেপে প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তণ হয়েছে। প্রতিবন্ধী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে রাষ্ট্রীয় সুরক্ষা ব্যাবস্থার আওতায় আনতে জীবনচক্রভিত্তিক কর্ম পরিকল্পনার কাজ এগিয়ে চলেছে।’

সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী শনিবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে মিরপুরে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হবে। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিবন্ধী মেলার উদ্বোধন ঘোষণা করবেন। এসময় মেলায় উপস্থিত থেকে ফিতা কাটবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top