সকল মেনু

বকশিবাজার অস্থায়ী আদালতে খালেদা জিয়া

3b6a859fc8181d2325eaaf65261596afহটনিউজ২৪বিডি.কম : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতে প্রবেশ করেন।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার গাড়িবহরে থাকা ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট।

জানা গেছে, আজ বিএনপি চেয়ারপারসন জিয়া ‍অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও হাজিরা দেবেন।

পাইলট জানান, আদালত প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতোমধ্যে খালেদা জিয়ার গাড়িবহরে থাকা নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর ধস্তাধস্তি হয়েছে বলেও জানান তিনি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top