সকল মেনু

আশুলিয়ার লাইটার কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

6627396bdc52b001c7561b4815667ade-5734e664e12e9হটনিউজ২৪বিডি.কম : ঢাকার আশুলিয়ার গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে আরও একজন বুধবার সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম সখিনা বেগম (২৫)।

ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।

বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে সখিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল তার।

গত ২২ নভেম্বর আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের ওই গ্যাস লাইটার প্রস্তুতকারী কারখানায় আগুন লাগে। এতে নারী ও শিশুসহ ২৬ জন দগ্ধ হন। এদের মধ্যে ১৬ জন বার্ন ইউনিটে এখনও চিকিৎসাধীন।

এ বিষয়ে কালার ম্যাক্স (বিডি) লিমিটেড কারখানার তিন মালিকসহ চার জনের বিরুদ্ধে শ্রম আদালতে একটি মামলা দায়ের করেছে অধিদফতর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top