সকল মেনু

অস্ত্র মামলা থেকে রেহাই পেলন লিমন

Limon-0120130729111141ঝালকাঠি প্রতিনিধি, ২৯ জুলাই: ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে অব্যাহতি দেওয়া হলো অস্ত্র মামলা থেকে। 
ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক কিরণ শঙ্কর হালদার সোমবার এ আদেশ দেন।লিমনের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অস্ত্র মামলাটি দায়ের করেছিল।
বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এ লিমনকে মামলাটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে পৌঁছায়।

জেলা প্রশাসক মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা সরকারি কৌঁসুলি আব্দুল মান্নানকে অনুরোধ করেন।

২১ জুলাই সংশ্লিষ্ট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন সরকারি কৌঁসুলি।

২০১১ সালের ২৩ মার্চ লিমন র‌্যাবের গুলিতে পা হারান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top