সকল মেনু

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে হলেও রোহিঙ্গাদের প্রবেশ করতে দিন: ফারুক

e557b4a47eff50f731ddec449b2f59d2-583d30e41addaহটনিউজ২৪বিডি.কম : ঢাকা: প্রয়োজনে নতুন করে আরও ১ লক্ষ বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে নিয়ে হলেও রহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিতে সরকারের প্রতি অনুরােধ জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,”আরও ১ লক্ষ বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে নির্যাতন করুন,তবুও রহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন। তাদের নির্যাতনের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রতিবাদ জানান।

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত”মায়ানমারে রহিঙ্গা হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন,” আমরা বুঝতে পারছি না মায়ানমার ইস্যুতে সরকার এখনও নিশ্চুপ কেন? সরকারের উচিৎ অনতিবিলম্বে মায়ানমারে মুসলিম হত্যার বিরুদ্ধে সর্বদলীয় বৈঠক ঢেকে তাদেরকে চাপ সৃষ্টি করা।

মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন,”গণতন্ত্রের মুখোষধারী অন সাং সূচির নোবেল পুরষ্কার অবিলম্বে প্রত্যাহার করে নেয়া হতে পারে মায়ানমারে মুসলিম গণহত্যার বিরুদ্ধে এক নম্বর প্রতিবাদ।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন-বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, ওলামা দলের সভাপতি হাফেজ মওলানা মালেক, সাধারণ সম্পাদক নেসারুল হক নাসের, ঢাকা মহানগর বিএনপি নেতা ইউনুস মৃধা, কমিশনার ফরিদ উদ্দিন, ইসমাইল তালুকদার খোকন, কাজী মনিরুজ্জামান মনির, অধ্যক্ষ সেলিম মিঞা, সাইদুর রহমান তামান্না, জাকির হোসেন, সংগঠনের নেতা শরিফুল ইসলাম শরিফ, রাসেল খান, সাজিদুলইসলাম সাজু, নাজমুল হোসেন রনি, এ্যাড রহিম, এনামুল হক, আহমেদ শাকিল, শাহ মোঃ সুজন, অন্তরা চৌধুরী, পলাশ মন্ডল, আনোয়ার হোসেন পলাশ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-সস্পাদক মিজানুর রহমান, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন জুয়েল, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top