সকল মেনু

এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা

a4baa2970d4e245920981a17368c7483-583ad73b51120খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : ২০০৮ সালে সিংগাপুর ও ২০১২ সালে থাইল্যান্ডে শিরোপা জেতার পর আজ রবিবার শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এএইচএফ কাপ হকির শিরোপা জিতেছে বাংলাদেশ।

হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ মহাদেশের শীর্ষ হকির আসর এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করল।

খেলার ২২ মিনিটে বাংলাদেশকে ফিল্ড গোল করে এগিয়ে দেন ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়। ৬১ মিনিটে ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম করেন দ্বিতীয় গোলটি। ৬৭ মিনিটে তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার কামরুজ্জামান রানা।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা বংলাদেশকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছিল বলা যায়। ২০১৪ সালে এশিয়ান গেমসের বাছাইয়ে নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলা ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে বাংলাদেশ ৩-০ গোলে হেরে যায়। ওই বছরই হকি ওয়ার্ল্ড লিগে বাংলাদেশ ৩-২ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর চলতি বছর দক্ষিণ এশিয়ান গেমসে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপ পর্বে ২-০ ও পরে ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪-১ গোলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top