সকল মেনু

নিউজিল্যান্ড সিরিজের আশা ছাড়ছেন না শহীদ

0bd5c64f34704bfc5bedbe27cc39d62d-583ac2abb997dখেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : ইনজুরিতে মাঠের বাইরে চলে গেছেন ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ। আাগমী ২ থেকে ৩ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর রিহ্যাব পক্রিয়া শুরু হবে। আর তখনই বল হাতে নেওয়ার সুযোগ পাবেন তিনি। পুরো ফিট হতে পারলেই মিলবে নিউজিল্যান্ড যাওয়ার টিকিট।

শহীদ অবশ্য আশাবাদী নিউজিল্যান্ড যাওয়ার ব্যাপারে, ‘আগামী ২ সপ্তাহ আপাতত বিশ্রামে থাকব। এরপর ৪ সপ্তাহ কাজ করব। আশা করছি নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে ফিরতে পারব। নিউজিল্যান্ড সিরিজের আশা ছাড়ছি না। আমার হাতে যথেষ্ট সময় আছে। সে লক্ষ্যেই আমি কাজ করব। ইংল্যান্ড সিরিজ মিস হয়েছে, এটা মিস করতে চাই না।’

মাঠের পারফরম্যান্স অসাধারণ ছিল মোহাম্মদ শহীদের। ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করে টুর্নামেন্টে দারুণ কিছু করার ইঙ্গিত রাখছিলেন। তার লক্ষ্য ছিল বল হাতে ঢাকাকে চ্যাম্পিয়ন করাতে অবদান রাখা। কিন্তু সেটা না করতে পেরে হতাশ শহীদ, ‘বিপিএলটা আমার ভালো যাচ্ছিল। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম। আমার একটাই লক্ষ্য ছিল ঢাকাকে চ্যাম্পিয়ন করানো। দল আমার ওপর ভরসা করে ছিল। সাকিব ভাই, সুজন ভাই সবাই আমাকে অনুপ্রাণিত, উৎসাহ জুগিয়ে আসছিল। আমি যদি পুরো বিপিএল খেলতে পারতাম, তাহলে নিশ্চিত দলকে চ্যাম্পিয়ন করতে পারতাম। বলতে পারতাম ভালো খেলে দলকে চ্যাম্পিয়ন করিয়েছি।’

ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজ মিস করেছেন। বিপিএল-এ ইনজুরি থেকে বাঁচতে কম ঝুঁকি নিয়ে খেলা যেত। এমন প্রশ্নে শহীদ বলেছেন, ‘গা-বাঁচিয়ে খেলার জন্যতো ক্রিকেট খেলি না। যখন মাঠে নামি তখন অন্য কিছু মাথায় থাকে না। ওই ড্রাইভ, ওই চার বাঁচাতে গিয়ে আমার এমন হবে-সেটা তো আগে চিন্তা করিনি। ক্রিকেটে এমন হতেই পারে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top