সকল মেনু

আশুলিয়ার কারখানায় দগ্ধ কিশোরীর মৃত্যু

ec2388d442f00ab2cba2519413ac2ffd-5835198a84893হটনিউজ২৪বিডি.কম : ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকদের মধ্যে এক কিশোরী মারা গেছে। তার নাম আঁখি আক্তার (১৪)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাত ২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীরের ৭০ শতাংশই পুড়ে যাওয়ায় চেষ্টার পরেও আঁখিকে বাঁচানো সম্ভব হয়নি।
কিশোরীটির বাড়ি রংপুর জেলায়। তার বাবার নাম আশরাফুল আলম। মায়ের নাম নাসিমা আক্তার। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
তিনি জানান, আঁখির মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে আশুলিয়ায় অবস্থিত কালার ম্যাচ বিডি লিমিটেড নামের একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ২৬ জন শ্রমিক দগ্ধ হন। এদের অনেকেরই অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top