সকল মেনু

৪২০ বোতল ভারতীয় মদ উদ্ধার

Sherpur-Moth_Picচুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়া মাঠে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৪২০ বোতল মদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টায় এ অভিযান চালায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। উদ্ধার করা মদের মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে একদল চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে চোরাচালানি মালামাল নিয়ে আকুন্দবাড়িয়া মাঠ অতিক্রম করবে। গোপন সংবাদের সূত্র ধরে বিজিবি সদস্যরা আকুন্দবাড়িয়া মাঠে ওৎ পেতে থাকেন। রাত ২টার দিকে ৭-৮ জনের একদল চোরাকারবারিকে আসতে দেখে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের কাছে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা আকুন্দবাড়িয়া মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধার করা মদের মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top