সকল মেনু

নোট বাতিল ইস্যুতে মোদি সরকারকে ৩ দিনের আল্টিমেটাম মমতার

momta-and-kejriwal_45550হটনিউজ ডেস্ক  : ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় মোদি সরকারকে পরিস্থিতি স্বাভাবিক করতে ৩ দিনের আল্টিমেটাম দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যথায় পথে নেমে বৃহত্তর আন্দোলন শুরু করবেন। আজ বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক প্রতিবাদ সমাবেশে মমতা ওই হুঁশিয়ারি দেন।

আজ আম আদমি পার্টি আয়োজিত দিল্লির বড় সবজি বাজার আজাদপুরের সভায় মমতা বক্তব্য রাখার সময় বলেন, ‘নোট বাতিলকে কেন্দ্র করে অচলাবস্থা বন্ধ না হলে গোটা দেশে ঘুরব। আন্দোলন চলবে। দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন চলবে।’

মমতা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, ‘দেশের সকলেই কী চোর? কেউ কি কখনো এ ধরণের সংকট দেখেছেন? আমরা ভীতু নই, এ নিয়ে লড়াই চলবে।’

মমতা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘অচ্ছে দিন’ (সুদিন)আনবেন। কিন্তু দেশের মানুষ এখন কাঁদছেন, সবজি পচে নষ্ট হচ্ছে, শিশুদের খাবার পাওয়া যাচ্ছে না। মানুষের হাতে টাকা নেই। মানুষ খাবে কী? মানুষ কী এটিএম খাবে?’

তিনি বলেন, ‘সরকার এক একদিন এক এক রকম নিয়ম করছে। এতদিন বলছিল, সপ্তাহে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত নোট বদলানো যাবে, এখন সেটা কমিয়ে এনে দুই হাজার করেছে।’ সরকারের এই খামখেয়ালি সিদ্ধান্তের জেরে মানুষের দুর্ভোগ আরো বাড়ছে বলে মমতা মন্তব্য করেন।

অন্যদিকে, আজ সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে একই ইস্যুতে তৃণমূল সংসদ সদস্যরা গলায় লঙ্কা এবং পিঁয়াজের মালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। সংসদের ভিতরেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল এমপিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top