সকল মেনু

আত্মবিশ্বাসী অভিনেতা আরিফিন শুভ

shuvo_abnews24_45331হটনিউজ২৪বিডি.কম : টিভি নাটকে পোক্ত অবস্থান তৈরি করার পর এখন চলচ্চিত্র জগতেও ব্যস্ত হয়ে পড়েছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সুদর্শন চেহারা, উচ্চতা, বাচনভঙ্গি, অ্যাকশন, নাচ সবদিক দিয়ে অন্য অনেকের চেয়ে এগিয়ে এ অভিনেতা। ‘জাগো’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘তারকাঁটা’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘মুসাফির’, ‘নিয়তি’ সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। কয়েকদিন আগে তার অভিনীত ‘মৃত্যুপুরী’ ছবির ডাবিংয়ের কাজে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, জায়েদ রেজওয়ানের পরিচালনায় এ ছবিটি দর্শকরা উপভোগ করবেন বলে আশা করছি। এদিকে, জাজ ও এসকে মুভিজের প্রযোজনায় ‘প্রেমী ও প্রেমী’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন শুভ। এ ছবিতে তার বিপরীতে প্রথমবার দর্শক নুসরাত ফারিয়াকে দেখতে পাবেন। এ ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ছবিটি নিয়ে শুভ বলেন, বান্দরবান, ঢাকাসহ বেশকিছু জায়গায় এর দৃশ্যধারনের কাজ হয়েছে। কিছুদিন আগে এ ছবির টাইটেল গান জাজের অফিসিয়াল পেইজে প্রকাশ পায়। কয়েকদিনে পাঁচ লাখের মতো দর্শক গানটি দেখেছে। গানটির খুব ভালো সাড়া পাচ্ছি। আশা করি, এ ছবিটিও দর্শক বেশ উপভোগ করবেন। ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় শুভর। কয়েক বছর বিরতির পর ২০১৩ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পান তিনি। এই চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন শাকিব খান ও জয়া আহসান। এরপর তিনি  দেবাশীষ বিশ্বাস, ইফতেখার চৌধুরী, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অনন্য মামুন, আশিকুর রহমান, শিহাব শাহিনের ছবিতে অভিনয় করেন। সম্প্রতি জাকির হোসেন রাজুর আরেকটি ছবিতে তিনি অভিনয় শুরু করেছেন। অভি কথাচিত্রের ব্যানারে নির্মাণাধীন ‘ভালো থেকো’ নামে এ ছবিতে তার বিপরীতে রয়েছেন তানহা তাসনিয়া। এ ছবিতেও ভিন্ন গেটআপে দেখা যাবে তাকে। এরমধ্যে ‘ভালো থেকো’ ছবির বেশকিছু কাজ এফডিসিতে সেট বানিয়ে করা হয়েছে। এ ছবিতে তানহা তাসনিয়ার বিপরীতে কাজ করছেন শুভ। তানহা ও শুভকে জুটি হিসেবে গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। এদিকে ‘ঢাকা অ্যাটাক’ ছবি নিয়ে শুভ বলেন, এ ছবিতে আমার বিপরীতে কাজ করছেন মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করছেন দীপংকর দীপন। ছবিটিতে আমাকে একজন আইনের মানুষ হিসেবে দেখা যাবে। এর আগেও বিভিন্ন ছবিতে অ্যাকশন হিরো হিসেবে কাজ করেছি। এটাতেও অ্যাকশন, তবে একেবারে উল্টো। এই চরিত্রের জন্য আমি নিজেকে সেভাবেই তৈরি করেছি। সামনেই ‘প্রেমী ও প্রেমী’, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘ভালো থেকো’ ছবিগুলো নিয়ে দর্শকের সামনে হাজির হবেন শুভ। চলচ্চিত্রের প্রতি রয়েছে তার গভীর প্রেম। সবশষে শুভ বলেন, চলচ্চিত্রে ভালো কিছু সামনে হবে বলেই পরিশ্রম করছি। নিয়মিত কাজ করে যাচ্ছি। আমার অভিনীত ছবিগুলোর গল্প ভালো লেগেছে বলেই কাজগুলো করেছি। দেশের চলচ্চিত্র একটা সময় ঘুরে দাঁড়াবে। এই বিশ্বাস আছে বলেই এখনও এখানে পড়ে আছি। এখনও অনেক কিছু করা বাকি রয়েছে। আশা করি, সামনে ভালো কিছুই হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top