সকল মেনু

ফেরি আছে, গাড়ি নেই

jibon-18-BG20130725041602স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,পাটুরিয়া ঘাট থেকে: ঈদকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে। পুরনো ফেরিগুলোকে মেরামত করে এবং রং করে নামানো হয়েছে। ভিড় সামলাতে আইনশৃঙ্খলাবাহিনীও তৎপর হবে আগস্টের ২ তারিখ থেকে।বুধবার দুপুরে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে ফেরি ভ্রমণ করে হটনিউজ টিম। কথা হয়, এনায়েতপুরী ফেরির সারেং মো. ইব্রাহিম এর সঙ্গে।তিনি জানান, ঈদকে সামনে রেখে পুরনো ফেরিগুলোকে মেরামত করে আনা হচ্ছে। এরইমধ্যে বরকত, আমানত শাহ এসে পৌঁছেছে। এ দু’টো যাতায়াত শুরু করেছে।পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ১১ টি ফেরি চলাচল করছে এ ‍রুটে। আরো ৩টি ফেরি সংযুক্ত হবে। তবে এখনো ফেরিঘাটে গাড়ির জট লাগেনি। খুবই ধীর তালে চলছে ফেরিঘাট। ফেরি আছে কিন্তু গাড়ি নেই। এক একটি ফেরি ভরতে আধা ঘণ্টাও লেগে যাচ্ছে। আগামী মাসের শুরু থেকেই ফেরিতে জট বাড়বে বলে জানায় সংশ্লিষ্টরা।পাটুরিয়া ঘাটে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে কথা হয় কর্তব্যরত পুলিশের সাব ইন্সপেক্টর তালেব এবং দেবকুমারের সঙ্গে। তারা জানান, আগস্টের ২ তারিখ থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা বাড়ানো হবে।এছাড়াও ৪টি চেক পয়েন্ট থাকবে বলে জানান তালেব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top