সকল মেনু

প্রাইভেট ব্যাংকগুলোর বিরুদ্ধে ডিসিদের অভিযোগ

Govt-logo-sm20130725071335সিনিয়র করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: প্রাইভেট ব্যাংকগুলোর বিরুদ্ধে কৃষিঋণ বিতরণ নিয়ে অভিযোগ তুলেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। বৃহস্পতিবার জেলা প্রশাসকদের সম্মেলনের শেষদিনে অর্থ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ‘তারা (ডিসি) বলেছেন, সরকারের কৃষিঋণ পদ্ধতি ভালো। তবে প্রাইভেট ব্যাংকগুলো ঠিকমতো কৃষিঋণ বিতরণ করে না। ফলে, মাঠ পর্যায়ে কৃষকদের অনেক অসুবিধা হয়।’ তিনি বলেন, ‘ডিসিরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে দুর্যোগের জন্য বেশি বরাদ্দ দেওয়া দরকার। আমি বলেছি, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি ফান্ড রয়েছে। এই ফান্ড যাতে তারা ব্যবহার করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ বিদেশের টাকা লেনদেনে পেমেন্ট সার্ভিস অপারেটর পে-পাল সিস্টেম নিয়ে জেলা প্রশাসকদের প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করবে। নির্দেশনা জারির পর যারা বিদেশে টাকা আদান-প্রদান করতে চান, তাদের সমস্যা নিরসন হবে।’ উল্লেখ্য, তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে মোট ৪০টি মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় আলোচিত হয়। এর মধ্যে মঙ্গলবার প্রথমদিন প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ মোট সাতটি মন্ত্রণালয় নিয়ে আলোচনা হয়।বুধবার সকাল পৌনে নয়টায় ভূমি মন্ত্রণালয় দিয়ে দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। আট অধিবেশনে মোট ১৭টি মন্ত্রণালয় নিয়ে এ দিন আলোচনা হয়।

বৃহস্পতিবার শেষ দিনে ১৬টি মন্ত্রণালয় নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top