সকল মেনু

পর্যটন শিল্পের পরিপূর্ন বিকাশ বদলে দিতে পারে শ্রীমঙ্গল তথা দেশের অর্থনীতি

unnamed_44772হটনিউজ২৪বিডি.কম : পর্যটনের অপার সম্ভাবনাময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। এ খাতের দিকে নজর দিলে বদলে যেতে পারে শ্রীমঙ্গলের অর্থনীতি। গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দেশের অর্থনীতি তেও। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের পরিচিতি এখন বিশ্বব্যাপী। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে প্রতিদিনই দেশি- বিদেশি পর্যটকের পদভারে থাকে মুখরিত। শ্রীমঙ্গলে হাজার হাজার পর্যটক চা- বাগানের অাকর্ষনে ছুটে অাসেন।

খাসিয়াপুঞ্জি ও তাদের পানের বরজ, লাউয়াছড়া জাতীয় পার্ক, চা- বাগান, মনিপুরিপাড়া,মনিপুরি তাঁতশিল্প, ডিনস্টন সিমেট্রি, চা জাদুঘর, বিটিঅারঅাই, নির্মাই শিববাড়ি, বার্ণিশ টিলা, গলফ ফিল্ড, পাখি বাড়ি, বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন, চা বাগানের লেক, চা- কন্যা ভাস্কর্য, বধ্যভূমি ৭১, টিপড়া পল্লী, গারো পল্লী,টি রিসোর্ট, লালমাটি পাহাড়, বাদুড় বাড়ি, লেবু, অানারস, রাবার বাগান– এ রকম অসংখ্য দর্শনীয় ও পর্যটন স্পট রয়েছে শ্রীমংগলে। সব মিলিয়ে দেশের অনন্য এক স্হান শ্রীমঙ্গল।

কিন্তুু সরকারি- বেসরকারি পর্যাপ্ত উদ্যোগের অভাবে এ শিল্পের তেমন বিকাশ ঘটছে না। শ্রীমংগলে এ শিল্পের পরিপূর্ন বিকাশ ঘটানো গেলে এখানকার অার্থ-সামাজিক অবস্হার অামুল পরিবর্তন হতো বলে মনে করছেন সংশ্লিস্টরা। তবে পর্যটকদের কথা মাথায় রেখে বেসরকারি উদ্যােগে এখানে গড়ে উঠেছে শতাধিক হোটেল, রিসোর্ট, বাংলো ও কটেজ। বেসরকারি উদ্যােগে প্রায় ২২৫ কোটি টাকা ব্যয়ে এখানে পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ গড়ে উঠেছে।

তবে এখানে নেই কোনো পর্যটন মোটেল। নেই পর্যটন কর্পোরেশনের কোন তথ্যকেন্দ্র। তবে পর্যটন মোটেলের কাজ শুরু হলেও অজ্ঞাত কারনে দীর্ঘদিন ধরে এর কাজ থেমে অাছে।
দেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গল। প্রতিদিন হাজারো দেশি- বিদেশি পর্যটক বেড়াতে অাসেন শ্রীমঙ্গল। পর্যটনের তথ্যকেন্দ্র না থাকায় শ্রীমঙ্গল এসে পর্যটকদের বিপাকে পড়েন অনেকেই।

সারাদেশের সাথে উন্নত যোগোযোগ ব্যবস্থা রয়েছে শ্রীমঙ্গলের। রেল ও সড়কপথে উন্নত যোগোযোগের কারনেও প্রতিদিন ভিড় করেন পর্যটকরা শ্রীমঙ্গলে।

কিন্তু অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও উদ্যােগের অভাবে শ্রীমঙ্গলে এখনো অাশানুরুপ পর্যটকের অাগমন ঘটছে না। বিপুল সম্ভাবনা থাকা সত্বেও কেবল সুষ্টু পরিকল্পনা, বিভিন্ন খাতের উন্নয়ন, পর্যটন কর্পোরেশনের অবহেলার কারনে পর্যাপ্ত পর্যটক অাকৃস্ট করা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অান্তরিকতা ও উদ্যােগই বদলে দিতে পারে পর্যটনের অপার সম্ভাবনার শ্রীমঙ্গলকে। সেই সাথে বদলে দিতে পারে শ্রীমঙ্গল তথা দেশের অর্থনীতিকেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top