সকল মেনু

চ্যানেল আই চেতনা চত্বরে ‘৫ম হিমু মেলা’

himomela-abnews24_44523বিনোদন ॥ হটনিউজ২৪বিডি.কম : বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৫ম হিমু মেলা’। এবারের মেলার নামকরণ করা হয়েছে ‘ডিউ-চ্যানেল আই হিমু মেলা-১৬’। আজ বিকাল ২টা ৩০ মিনিটে হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত হবেন। এ সময় মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই ছেলে এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের  লেখা ও পছন্দের চলচ্চিত্রের গান, নাটকের গান। প্রবীণ শিল্পীদের পরিবেশনের পাশাপাশি গানগুলো পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। আরো থাকবে নাচ, কবিতা আবৃত্তি স্মৃতিকথা। থাকবে হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির স্টলসহ  নানা আয়োজন। মেলা উপলক্ষে চ্যানেল আইতে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, হিমু মেলার সভাপতি মাজহারুল ইসলাম এবং এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়নামিক কনজুমার অ্যান্ড কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুল হাসান। মেলার বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইর জিএম (অনুষ্ঠান) আমীরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। চ্যানেল আই  ও রেডিও ভূমি পুরো মেলা সরাসরি সমপ্রচার  করবে। সংবাদ সম্মেলনে জানানো হয় আগামীতে হিমু মেলায় একজন বিশেষ ব্যক্তিত্বকে পুরস্কার প্রদান করা হবে। এদিকে গতকাল রাত ১২টা ০১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্যরা। অন্যদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইর অনুষ্ঠানমালায় থাকবে আজ সন্ধ্যা ৬টায়  জামাল রেজার প্রযোজনায় হুমায়ূন আহমেদের কিছু কালজয়ী চরিত্র নিয়ে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘আমার মাঝেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া। আরো থাকবে দিনব্যাপী টক শো, স্মৃতিচারণ অনুষ্ঠান ইত্যাদি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top