সকল মেনু

সোমবার মরক্কো যাবেন প্রধানমন্ত্রী

304e08da4d6f04148693d03e0b4a7474-57e36e5d54e34-1হটনিউজ২৪বিডি.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’এর উচ্চ পর্যায়ের দুইটি কর্মসূচিতে যোগ দিতে তিনদিনের সফরে সোমবার মরক্কো যাবেন। আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় তার দেশ ছাড়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ নভেম্বর কপ-২২ এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন।

একইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেওয়া ভোজসভায় যোগদান করবেন। তিনদিনের সফর শেষে ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

এছাড়া, বুদাপেস্ট পানি সম্মেলন- ২০১৬ এ যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮-৩০ নভেম্বর হাঙ্গেরি সফর করবেন।

‘ওয়াল্ড ওয়াটার কাউন্সিল’-এর সহযোগিতায় হাঙ্গেরি সরকার তিনদিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করবে। খবর বাসস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top