সকল মেনু

রনিকে রাখা হবে কাশিমপুর কারাগারে

Roni-5020130725093558 (1)হটনিউজ২৪বিডি.কম,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সাংবাদিক পেটানো ঘটনার মামলায় গ্রেফতার সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গাজীপুরের কাশিমপুর-২ কারাগারে রাখা হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়ার পর তাকে কাশিমপুর কারাগারে নেয়া হবে। নামপ্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে একথা জানিয়েছেন।
বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাংসদ রনিকে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ।
মহানগর হাকিম এসএম আশিকুর রহমান জামিনের আবেদন নাকচ করে তাক কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাবিধি অনুযায়ী রনিকে চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থারও আদেশ দেয় আদালত।
শুনানির সময় সাংসদ রনি আদালতের হাজতখানায় ছিলেন। আদেশের পর দুপুর ২টার দিকে তাকে কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজ কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাপার্সন মহসিন মুকুলকে মারধর করেন রনি।
এ ঘটনায় ওই রাতেই রনির বিরুদ্ধে শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করেন টেলিভিশনটির সহকারী ব্যবস্থাপক ইউনূস আলী।
২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মাওলা রনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top