সকল মেনু

ট্রাম্পকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

b32c794966fa0bde235906c8c4093d9d-58230a65bc42dহটনিউজ২৪বিডি.কম : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তাকে সস্ত্রীক বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্র নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বুধবার দুপুর আড়াইটায় ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর ওই বার্তা পাঠানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন ও বাংলাদেশে সফরের আমন্ত্রণ
ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন ও বাংলাদেশে সফরের আমন্ত্রণ

অভিনন্দন বার্তায় ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে।’

তিনি বলেন, ‘আমি আশাবাদী আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা ভবিষ্যতে আরও এগিয়ে নেবো এবং নিরাপদ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবো যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাস করতে পারবে এবং সমৃদ্ধির পথে শান্তিপূর্ণভাবে ক্রমশ এগিয়ে যাবে।’

শেখ হাসিনা ওই চিঠিতে বলেন, ‘আমি আন্তরিকভাবে আপনাকে ও মেলানিয়া ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ যে লক্ষ্যণীয় উন্নতি করেছে, এলে আপনারা তা দেখতে পাবেন।’

চিঠিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top