সকল মেনু

সোনালী ব্যাংকের ডিএমডি আতিক কারাগারে

50185_leadআদালত প্রতিবেদক:হলমার্কের ঋণ কেলেঙ্কারির মামলায় সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক মো. আতিকুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম তানবীর আহম্মেদ এ আদেশ দেন। আসামি আতিকুর ক্যান্সারে আক্রান্ত থাকায় তাকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন আরও সাতজন। এরা হলেন হলমার্ক কেলেঙ্কারির মূল হোতা তানভীর আহমেদ, তার স্ত্রী জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা তুষার আহম্মেদ এবং হলমার্ক কেলেঙ্কারির মামলায় সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও শফিজ উদ্দিন আহমেদ। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় গত বছরের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরকে আসামি করে মোট ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top