সকল মেনু

২৮ বছর পর ঘরের মাঠে টেস্ট হারল অস্ট্রেলিয়া

south-africa-win-vs-aus_43419খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : ওয়াকায় অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে হারিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা৷ ফলে ২৮ বছর পর ঘরের মাঠে টেস্ট হারল অস্ট্রেলিয়া৷ সেই সঙ্গে পারথে প্রোটিয়াদের বিরুদ্ধে টানা তিনটি টেস্টই হারল অজিরা৷ ২০০৮ ও ২০১২-র পর পার্থেই অস্ট্রেলিয়াকে হারাল প্রোটিয়ারা৷

এদিন রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ‘অজি বধ’ করে দক্ষিণ আফ্রিকা৷ ৫৩৯ রান তাডা করে ৩৬১ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া৷ উসমান খোয়াজা ও পিটার নেভিলের লড়াইও শেষ পর্যন্ত অজিদের বাঁচাতে পারল না৷ খোয়াজা ৯৭ এবং নেভিল ৬০ রানে অপরাজিত থাকেন৷ ৯২ রানে পাঁচ উইকেট তুলে নেন রাবাদা৷ তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা৷ দ্বিতীয় টেস্ট শনিবার থেকে হোবার্টে৷ শেষ টেস্ট অ্যাডিলেড ওভালে দিন-রাতের৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top