সকল মেনু

বাংলাদেশের মানুষকে ইংল্যান্ডের ধন্যবাদ

eng-cricket_42477খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : টেস্ট ম্যাচ শেষ তিন দিনেই। বাকি ২ দিন ইংলিশ ক্রিকেটারদের কেটেছে গলফ খেলে, সুইমিং করে। অবশেষে শেষ হয়েছে বহু আলোচিত বাংলাদেশ সফর। আজ বুধবার দুপুরে ঢাকা ছেড়ে ভারতে পৌঁছেছে ইংল্যান্ড দল।
বাংলাদেশ সফরের নিরাপত্তাব্যবস্থায় দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছে ইংলিশ দল। গত এক মাসে ইংল্যান্ড দলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে কৃতজ্ঞতা জানিয়েছে তারা।
দুপুরে হোটেল ত্যাগের সময় ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমরা এই সফরটি দারুণ উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ অসাধারণ আতিথেয়তার জন্য! সফরে সবকিছু ঠিক ছিল, আমরা এই দেশে দারুণ সময় কাটিয়েছি।’
সফরটি সফলভাবে শেষ করতে পেরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ওয়েবসাইটের মাধ্যমে গোটা বাংলাদেশকেই ধন্যবাদ জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন। এই সফরে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনাকে ‘তার ২০ বছরের কর্মজীবনের সম্ভবত সেরা’ বলেছেন তিনি, ‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনা ছিল অতুলনীয়। আমি গত ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সঙ্গে আছি। আমি এখানে বাংলাদেশ সরকারের যে ব্যবস্থাপনা দেখলাম, সেটি আমার দেখা সেরা।’
ইংল্যান্ড দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে গিয়ে বাংলাদেশের মানুষের অনেক ভোগান্তি গেছে। বিশেষভাবে সেটিও উল্লেখ করেছেন ডিকাসন, ‘এটি বাংলাদেশের মানুষের ত্যাগ ছাড়া আর কিছুই নয়। আমরা খুব সম্ভবত তাদের অনেক সমস্যায় ফেলেছি। ব্যাপারটি নিয়ে অবশ্যই ইংল্যান্ড দল সচেতন। বাংলাদেশের মানুষের সংবেদনশীলতা স্মরণীয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top