সকল মেনু

ভারতে বিক্রি হচ্ছে বিড়ালের বিরিয়ানি

abnews24_42290হটনিউজ২৪বিডি.কম : আমরা সকলেই কম-বেশি বিড়াল ভালোবাসি৷ ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ায় যা মাঝে মধ্যেই চোখে পড়ে৷ এমন অনেক মানুষও আমাদের চারপাশে চোখে পড়ে যারা বিড়াল ও কুকুরকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখলে তুলে নিয়ে বাড়িতে রাখে৷ তাদের সযত্নে লালন-পালন করে৷ আবার অনেককে দেখা যায় রাস্তার কুকুর-বেড়ালদের রীতিমতো গ্যাঁটের পয়সা খরচা করে খাওয়াতে৷ অনেকে নিজেদের সামর্থ্য হয় না বলে তাদের হয়তো খাওয়াতে পারেনা,কিন্তু তাদের মেরে খাওয়ার কথা কেউ ভাবতেও পারেনা৷ ভাবছেন কেন হঠাৎ করে মারার কথা বলছি৷ তার পিছনে রয়েছে একটি ভয়াবহ কারণ৷ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে বিড়ালদের মেরে তাদের বিরিয়ানী তৈরি করে বিক্রি করা হচ্ছে ভারতে৷

এমনটাই হচ্ছে চেন্নাইয়ের মতো একটি মেট্রো সিটিতে৷ যা সত্যিই বিশ্বাসযোগ্য নয়৷ কিন্তু এমনটাই হচ্ছে এই ব্যস্ত শহরে৷ রীতিমতো লোকচক্ষুর আড়ালে এই জঘন্য কাজটি করছে কিছু নৃশংস মানুষ৷ মানুষ যে পয়সার জন্য কতটা নীচে নামতে পারে তা এই ঘটনা সামনে না এলে বোধহয় জানায় যেত না৷

চেন্নাই এর পুলিশ এবং প্রাণী অধিকার কর্মীরা এই বিশাল ব়্যাকেটটি ধরেছে৷ তারা জানিয়েছেন, এই টিম রাস্তার বিড়ালদের কিডন্যাপ করে খাঁচায় রেখে দেয়৷ তারপর তাদের মেরে তাদের মাংস দিয়ে বিরিয়ানী বানিয়ে বিক্রি করে৷

জানা গেছে ‘পিপল ফর অ্যানিমাল’ নামক একটি সংস্থা বিড়াল ধরে কাটা হচ্ছে এইরকম একটি খবর গোপন সূত্রে পেয়ে তল্লাশি চালায়৷ তারা চেন্নাইয়ের পাল্লাভারাম নামক একটি স্থানে গিয়ে দেখে সত্যিই বেড়াল ধরে কাটা হচ্ছে৷ তারা এই দৃশ্য দেখে ভিডিও তুলে চেন্নাই পুলিশের কাছে নিয়ে যায়৷

‘পিপল ফর অ্যানিমাল’ বিভিন্ন সন্দেহজনক জায়গা রেড করে ১৬টা বেড়াল উদ্ধার করেছে৷ যাদের খাঁচায় আটকে রাখা হয়েছিল৷ এমনকি তাদের জল ও খাবারও দেওয়া হয়নি৷ এই তদন্ত খেকে আরও একটি নৃশংস তথ্য ওঠে এসেছে যে এই কিডন্যাপ করা বেড়ালদের গরম জল গায়ে ঢেলে মারা হয়৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top