সকল মেনু

সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা

kotalipara photo 1গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপি’র সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা অফিসের চাইল্ড সেফটি নেট প্রকল্পের আয়োজনে শিশু ও নারী পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কোটালীপাড়া এডিপি’র ম্যানেজার কাজল এ দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল। উদ্বোধনী সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী,সাংবাদিক এইচ এম কামাল হোসেন,মিজানুর রহমান বুলু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা অফিসের চাইল্ড সেফটি নেট প্রকল্পের প্রকল্প অফিসার কবীর আহম্মেদ বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন গন মাধ্যমের ২০জন সাংবাদিক অংশগ্রহন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top