সকল মেনু

বিশ্বাস ছিল মুশফিকের মনে

9043ef7a2f2b115f3b2761c7c45dd996-58162695f3daaখেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : ক্যারিয়ারের ৫০তম ম্যাচে এসে টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় জয়টি পেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১০৮ রানে ইংলিশদের মাটিতে নামিয়ে এনে বাংলাদেশ জিতে নিয়েছে তাদের অষ্টম জয়টি। এর আগে বড় কোনও দলের সঙ্গে এভাবে প্রভাব বিস্তার করে জয় পায়নি বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে বিস্তর পরিকল্পনা করেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার একটি হচ্ছে টার্নি উইকেটে খেলা। যার সুফল অবশ্য পেল বাংলাদেশ।

রবিবার ইংল্যান্ডকে হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেখানে ইংল্যান্ডকে হারানোর ব্যাপারে নিয়ে স্বপ্ন এবং বিশ্বাস দুই ছিল বলে জানান সংবাদ মাধ্যমকে, ‘আসলে কোনও কিছুর স্বপ্ন না থাকলে সেটা বাস্তব করা কঠিন। যখন জেনেছি ইংল্যান্ড আসবে, তখন থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। এমন উইকেট বানানোর। ম্যাচ ৩-৪ দিনে শেষ হয়ে গেলেও আমরা ঝুঁকি নেব। এমন উইকেট চেয়েছিলাম, সেখানে স্পিনাররা অনেক বেশি সাহয্য পাবে এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অনেক সমস্যা হবে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘চট্টগ্রামে আমরা অনেক ভালো খেলেছি। তবে সত্যি বলতে আমি অনেক বিস্মিত হয়েছি এই উইকেটে আমরা দুই দলই পাঁচ দিন লড়াই করায়। ওটা যে ধরনের উইকেট ছিল, তাতে করে তিন বা সাড়ে তিন দিনের বেশি হয় না। সেই হিসেবে আমাদের বোলাররা এবং ব্যাটসম্যানরা অনেক বেশি ভালো খেলেছে।

ইংল্যান্ডের বিপক্ষে এমন জয়কে অনেক ‘সাধনার’ বললেন মুশফিক, ‘অনেক সাধনার পর কোনও একটা জিনিস পাওয়া গেলে অবশ্যই ভালো লাগে। আমি বলবো এমন উইকেট খেলাটা পূর্ব পরিকল্পিতই ছিল।’

টেস্ট সিরিজ ২-০তেও জেতা যেত কিনা এমন প্রশ্নে মুশফিক বলেছেন, ‘আসলে এটা ক্রিকেট খেলা। এটা যে কোনও দিকে হতে পারে। কারণ আমরা এটাও আশা করিনি যে ১০০তে কোন উইকেট না হারানো দল আজই অলআউট হয়ে যাবে। তবে বিশ্বাস ছিল একটি উইকেট পড়ে গেলে আমরা ম্যাচে ফিরতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘এই অবস্থায় বোলাররা অনেক ভালো বোলিং করেছে। বিশেষকরে সাকিব আর মিরাজ অসাধারণ বোলিং করেছে। সে দিক থেকে বলবো হতাশা নেই বা আক্ষেপও নেই। কারণ আমরা যে সুযোগটা প্রথম টেস্টে পেয়েছি, সেখান থেকে শিখে আমরা দ্বিতীয় টেস্টটা জিতেছি। বড় একটা অর্জন বাংলাদেশ দলের জন্য।’

মিরাজ ৫ উইটেক পূরণ করে আবারও পেয়েছেন ৬ উইকেট। সাকিবও ছিলেন দুর্দান্ত। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে চার বলে নিয়েছেন তিন উইকেট। তাদের প্রশংসার তো ঝরবেই অধিনায়কের কন্ঠে, ‘মিরাজ আর সাকিব দুর্দান্ত বোলিং করেছে। ওরা অসাধারাণ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top