সকল মেনু

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

banduk-judda-rab_41746হটনিউজ২৪বিডি.কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রবিবার ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি ও ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, নিহত ব্যক্তি ‘ডাকাত ও শীর্ষ মাদক ব্যবসায়ী’ ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। দেলোয়ারের বাড়ি সিদ্ধিরগঞ্জের নগর খানপুর এলাকায়। বাবার নাম মতিন ওরফে জমির ব্যাপারী।
আদমজী র‌্যাব-১১-এর এএসপি আলেপ উদ্দিন বলেন, গোদনাইল এলাকার এক বাড়িতে মাস্টার দেলুর অবস্থানের খবর পেয়ে ভোরে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল। দরজায় কড়া নাড়লে ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর ঘরের ভেতর থেকে গুলি ছোড়া বন্ধ হলে র‌্যাব সদস্যরা ভেতরে ঢুকে দেলুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। সেখান থেকে খানপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দেলুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

ময়নাতদন্তের জন্য তার লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top