সকল মেনু

৩ জনের কারাদণ্ড

2046910মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুটি ক্লিনিকের ৮ হাজার টাকা, দুটি খাদ্য পন্য বিক্রির প্রতিষ্ঠান থেকে ৩ হাজার টাকা এবং সরকারী আদেশ অমান্য করে হাট বসানোর অপরাধে তিন জনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রাপ্ততথ্যমতে, ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানান, বুধবার দুপুরে গাংনী উপজেলার কাজিপুরে একতা ডায়গনষ্টিক ক্লিনিকে ৩ হাজার টাকা ও বামন্দীর দারুল এহসান ক্লিনিকে পরিবেশ ভাল না থাকা সহ বিভিন্ন সমস্যার কারনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও দেবীপুর গ্রামে সরকারী আদেশ অমান্য করে হাট বসানোর অপরাধে তিনজনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান ও ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ বামন্দী বাজারের সুইট ফ্লাওয়ার মিলে ও আছিয়া ট্রেডার্সে অভিযান চালিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top