সকল মেনু

মুশফিক খেলছেন ক্যারিয়ারের ৫০তম ম্যাচ

moshi_41505খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ক্রিকেটে ৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেই এ মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। দেশের হয়ে আশরাফুল ৬১টি ও হাবিবুল ৫০টি টেস্ট খেলেছেন। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম টেস্ট খেলতে নামেন মুশফিকুর। এরপর গেল ১১ বছরে আজসহ আরও ৪৯টি টেস্ট খেলেছেন তিনি। ব্যাট হাতে ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের নির্ভরতার প্রতীকও হয়ে গেছেন মুশফিকুর। ৫০ টেস্টের পাশাপাশি বাংলাদেশের হয়ে ১৬৪টি ওয়ানডে ও ৫৭টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচও খেলেছেন ২৯ বছর বয়সী মুশফিকুর। মুশফিকুরের পরই আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দু’জনই খেলেছেন ৪৪টি করে টেস্ট।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা শীর্ষ ৫ খেলোয়াড়-
মোহাম্মদ আশরাফুল (২০০১-২০১৩) ৬১
হাবিবুল বাশার (২০০০-২০০৮) ৫০
মুশফিকুর রহিম (২০০৫-২০১৬)* ৫০*
খালেদ মাসুদ (২০০০-২০০৭) ৪৪
সাকিব আল হাসান (২০০৭-২০১৬)* ৪৪*
তামিম ইকবাল (২০০৮-২০১৬)* ৪৪*

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top