সকল মেনু

সাংসদ রনির জামিন বাতিলের শুনানি আজ

images (8)আদালত প্রতিবেদক:বেসরকারী টেলিভিশন ইন্ডিপেনডেন্টের দুই সাংবাদিককে মারধরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানার করা হত্যাচেষ্টা মামলায় পটুয়াখালীর-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনির জামিন বাতিলের আবেদনের উপর শুনানী অনুষ্ঠিত হবে আজ। এর আগে গত ২২ জুলাই মামলার বাদী ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ইউনুস আলী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সাংসদ রনির জামিন বাতিলের এই আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলা তুলে নেয়ার জন্য সাংসদ রনির লোকজন তাকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। যে কারণে জিডি তদন্ত করে আসামি রনির জামিন বাতিল করা প্রয়োজন। বাদীর এ আবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে জিডি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত ২১ জুলাই ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে পেটানোর মামলায় জামিন পান সাংসদ রনি। ওই দিন রাতে মামলার বাদী ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলীকে মামলা তুলে নেয়ার জন্য ল্যান্ডফোনে হুমকি হুমকি দেন অজ্ঞাত ব্যক্তি। এ হুমকি পেয়ে বাদী শাহবাগ থানায় সাংসদ রনির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে বাদী উল্লেখ করেন, আসামি সাংসদ রনি জামিনে যাওয়ার পর তার লোকজন মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন হুমকি দিচ্ছে। আদালত সূত্র জানায়, ইউনুছ আলীর করা সাধারণ ডায়েরি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত ২০ জুলাই ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সাংবাদিককে মারধর করার অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ সাংসদ রনির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করেন। অপরদিকে সাংসদ রনিও পাল্টা ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের অন্যতম মালিক সালমান এফ রহমান, দুই সাংবাদিকের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনের বিরদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top