সকল মেনু

এইডস রোগী গেটান ডুগাসের ‘কলঙ্ক মুক্তি’

aids_41284হটনিউজ২৪বিডি.কম : মৃত্যুর অনেক বছর পর, বিশ্বের অন্যতম প্রধান আলোচিত রোগী, গেটান ডুগাসকে অবশেষে কলঙ্ক মুক্ত করেছে বিজ্ঞান।

‘পেশেন্ট জিরো’ নামে পরিচিত সাবেক এই সমকামী বিমানকর্মী প্রথম আমেরিকায় এইডস ভাইরাস ছড়িয়ে ছিলেন বলে অপবাদ দেওয়া হয়েছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, একই সময় আমেরিকায় আরো কয়েক হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত ছিলেন।

দি জার্নাল নেচার এ প্রকাশিত এক গবেষণায় দেখা যাচ্ছে ১৯৭০-এর দশকে যে কয়েক হাজার মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে একজন।

প্রতিবেদনে আরো দেখা গেছে, সেই সময় নিউইয়র্ক ছিল এই ভাইরাসের ছড়ানোর অন্যতম একটি স্থান। ১৯৮১ সালে প্রথম এইডস কে শনাক্ত করা হয় যখন সমকামীদের মধ্যে অস্বাভাবিক কিছু নমুনা ধরা পড়ে।
ডুগাস ১৯৮৪ সালে মারা যান কিন্তু ইতিহাসে তার নাম ‘পেশেন্ট জিরো’ নামে আখ্যায়িত করা হয়। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top