সকল মেনু

সরছে না ট্রাইব্যুনাল: আইনমন্ত্রী

85_41343হটনিউজ২৪বিডি.কম : মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরনো হাইকোর্ট ভবন থেকে অন্যত্র সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে দেওয়া চিঠির জবাব তৈরি হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুপ্রিমকোর্টে চিঠির জবাব পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে চিঠিতে কী আছে তা প্রকাশ না করলেও আপাতত ট্রাইব্যুনাল সরানোর পরিকল্পনা নেই বলে জানা গেছে। এদিকে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে, ট্রাইব্যুনাল সরছে না, আমরা নতুন করে ভবন ঠিকঠাক করার কাজে হাত দিয়েছি।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর মৌখিক আলোচনা হয়েছে জানিয়ে সপ্রিম কোর্টের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘ট্রাইব্যুনাল স্থানান্তর করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টকে পুরনো হাইকোর্ট ভবনটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত অংশ) দখল হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

সে সময় আইনমন্ত্রী বলেছিলেন, ‘এধরনের চিঠির বিষয়ে আমি জানি না। এরকম প্রস্তাব কেন করা হলো, সে বিষয়েও জানি না। তবে চিঠি এলে বিবেচনা করে দেখা হবে, তারা কেন এমন প্রস্তাব দিচ্ছে।’

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট-সংলগ্ন পুরনো হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবরে পাঠানো ওই চিঠিতে আরও বলা ছিল, ‘সুপ্রিম কোর্টে বর্তমানে পর্যাপ্ত স্থানাভাবে বিচারপতিগণের প্রয়োজনীয় চেম্বার ও এজলাসের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া, স্থান সংকুলান না হওয়ার কারণে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক চেম্বার বা দফতরেরও ব্যবস্থা করা যাচ্ছে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top