সকল মেনু

নড়াইলে শতাধিক শিক্ষার্থী দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল-২৭-অক্টোবর নড়াইলের লাহুড়িয়া এস,এম,এ আহাদ মহাবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন। কলেজের মিলনায়তনে শিক্ষার্থীরা এ শপথ নেন। এর আগে সততা সংঘের সাথে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১১ সদস্যের সততা সংঘ গঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় শপথ পরিচালনা করেন সংগঠনের সভাপতি অরবিন্দ আচার্য। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: জাহিদ হোসেন। অরবিন্দ আচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজা, কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, ইউপি চেয়ারম্যান মো: দাউদ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সম্পাদক কাজী হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ সামদানী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top