সকল মেনু

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২২১/৫

cখেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : মাহমুদউল্লাহর বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তবে দারুণ এক ইনিংসের পর ইংল্যান্ডের চতুর্থ শিকার হিসেবে ফিরতে হয়েছে তামিমকে (৭৮)। এরপর টেস্টের ২য় দিনের শেষে সময়ে স্টোকসের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মুশফিকও।

এর আগে তৃতীয় উইকেটে অর্ধশত রানের জুটিকে শতকের মুখ দেখাতে পারেন নি মাহমুদউল্লাহ রিয়াদ। চা বিরতির আগে তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়ে সাজঘরে ফিরলেন টাইগার এই ব্যাটসম্যান। আদিল রশিদের বলে রুটের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৮ রান করেন রিয়াদ।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করেছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। সাকিব আল হাসান ৩১ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন শফিউল ইসলাম (০)।

ইংল্যান্ডের ২৯৩ রানের জবাব দিতে নেমে শুরুতে দেখেশুনেই খেলছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভারে দুটি চার আসে ইমরুলের ব্যাট থেকে। তামিম তখনো বাউন্ডারি মারেননি। কিন্তু লাঞ্চের আগে মঈন আলীর এক ওভারেই ওলটপালট হয়ে যায় সবকিছু।

ওই ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল (৫০ বলে ২১)। মাত্র ৩ বল মোকাবেলা করেই ক্রিজ ছাড়লেন বাংলাদেশের ‘টেস্ট স্পেশালিস্ট খ্যাত’ মুমিনুল। রানের খাতা খোলার আগেই মঈনের বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি। দ্রুতই ২ উইকেট হারিয়ে তাই চাপে পড়ে যায় বাংলাদেশ। লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৯।

এরপর দলের হাল ধরেন টাইগার দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। গড়ে তোলেন ৯০ রানের জুটি। তামিম নিজের ১৯ তম অর্ধশত তুলে নিলেও রিয়াদ ৩৮ রান করে বিদায় নেন।

এর আগে আজ শুক্রবার সকালে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম দিনের মতো এদিনের শুরুটাও ভালো হয় বাংলাদেশের। শুরুতেই ইংলিশ শিবিরে আঘাত হানলেন তাইজুল ইসলাম। প্রথম বলেই তাইজুল সাজঘরে ফিরিয়েছেন ক্রিস ওকসকে। ৭৮ বলে পাঁচটি চারে ৩৬ রান করেছেন ইংলিশ এই ক্রিকেটার।

এরপর তাইজুলের শিকার হন আদিল রশিদ। ১০১তম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে রশিদকে সাব্বির রহমানের তালুবন্দী করান তাইজুল। ইংলিশ শিবিরে শেষ আঘাত দেন মিরাজ। দুর্দান্ত এক ডেলিভারিতে স্টুয়ার্ট ব্রডকে মুশফিকুর রহিমের স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে মঈন আলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন বেয়ারস্টো। ৪০ রান করেন জো রুট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন মিরাজ। ৩৯.৫ ওভার হাত ঘুরিয়ে ৭টি মেডেনসহ খরচ করেছেন ৮০ রান। ১৯ ওভারে ৪৬ রান দিয়ে দুটি উইকেট লাভ করেন সাকিব আল হাসান। আর দ্বিতীয় দিনে জ্বলে ওঠা তাইজুল ইসলামও নিয়েছেন দুটি উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top