সকল মেনু

লঘুচাপের প্রভাবে শহর প্লাবিত

imagesখুলনা প্রতিনিধি:উত্তর-পশ্চিম বঙ্গোপসার ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উপকূল ও মংলা সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে পশুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা ২ থেকে আড়াই ফুট পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top