সকল মেনু

মহাকাশে দুই নভোচারীকে পাঠাচ্ছে চিন

2_39210হটনিউজ২৪বিডি.কম : আজ দুই মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে চিন। চিনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’ জানাচ্ছে, ২০২২ সালের মধ্যে পাকাপাকি ভাবে নতুন একটি মহাকাশ স্টেশন বানানোর প্রস্তুতি নিতেই দুই মহাকাশচারীকে পাঠানো হচ্ছে মহাকাশে।

আজ ভারতীয় সময় ভোর ৫টা ৫মিনিটে একটি রকেটে চাপিয়ে দুই মহাকাশচারী জিং হাইপেং ও চেন দংকে পাঠানো হবে মহাকাশে। তারা যাবেন গত মাসেই মহাকাশে পাঠানো চিনা মহাকাশ গবেষণাগার ‘তিয়াংগং-২’-এ। সেখানে তারা টানা এক মাস থেকে নানা পরীক্ষানিরীক্ষা চালাবেন নতুন মহাকাশ স্টেশন গড়ে তোলার লক্ষ্যে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top