সকল মেনু

চাঁদপুরে ইলিশ ধরার দায়ে ৪ জনের কারাদণ্ড

11-10হটনিউজ২৪বিডি.কম : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে চার জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মতলব উত্তর উপজেলার মো. বাশার (৩০), শাহ আলম প্রধানিয়া (৩৫), আবুল বাশার (২৮) ও রিয়াজ (৩২)।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় টাস্কফোর্সের সদস্যরা ওই চার জেলেকে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top