সকল মেনু

নড়াইলে ছোট ভাইয়ের ১ বছরের জেল

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পরীক্ষার প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে বড় ভাইয়ের পরীক্ষা দেওয়ার অপরাধে ছোট ভাইকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা শুক্রবার (১৪অক্টবর) সরকারী লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীন বিএসএস তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম রেজা,সরকারী লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছোট ভাই সাব্বির আহম্মেদ (১৮) প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে তার আপন বড় ভাই জাহিদ হোসেনের পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাব্বির আহম্মেদকে ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। আটক সাব্বির আহম্মেদ উপজেলার কাশিপুর ইউপির শালবরাত গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top