সকল মেনু

চিকিৎসক নিতাই হত্যা মামলার বিচার শুরু

download (3)আদালত প্রতিবেদক :রাজধানীর মহাখালীস্থ বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. নারায়ণ চন্দ্র নিতাই হত্যা মামলায় দশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৪ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকর দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জাফরুল হাসান এ আদেশ দেন। ডা. নিতাই মহাখালীস্থ বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ছিলেন। এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন নিহত ডাক্তারের গাড়িচালক কামরুল হাসান অরুণ, মিন্টু ওরফে মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মো. রফিকুল ইসলাম, মো. সাঈদ ব্যাপারী, মো. বকুল মিয়া, মো. হোসেন মিঝি, ফয়সাল, মাসুম ওরফে পেদা মাসুম, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম ও সাইদুল। এ দশ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। এ হত্যা মামলায় ছয় আসামি দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিচারকের কাছে স্বীকরোক্তি মুলক জবান বন্দি দেন। স্বীকারোক্তি যরা দেন তারা হলেন ফয়সাল, পেদা মাসুদ, সাইদুল, আবুল কালাম ওরফে পিচ্চি কালাম, মিন্টু ও রফিকুল ইসলাম। গত বছরের ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আতাউর রহমান গাজী দশ আসামির বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দখিল করেন। গত বছরের ২৩ আগস্ট বক্ষব্যাধি হাসপাতালের কোয়ার্টারে দুর্বৃত্তদের হাতে খুন ডা. নিতাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top