সকল মেনু

খানসামায় কাজির ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান

unnamedফারুক আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলায় বাল্যবিয়ে রেজিষ্ট্রি করে দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত মোস্তের রহমান নামে কাজির ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে। এ ঘটনাটি গত১২ অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামে ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের শহিদুল ইসলামের ১৬ বছরের কন্যা সাথে একই উপজেলার খামারপাড়া ইউনিয়নের কাশেম আলীর ছেলে তরিকুল ইসলামের (২১) পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। সেই অনুযায়ী আত্নীয়-স্বজনদের নিমন্ত্রণও করা হয়। কিন্তু মেয়ের নিজ বাড়িতে বিয়েটি সম্পন্ন না করে তার মামা (মেয়ের মামা) ইউনুস আলীর ছেলে বিল্টু মোহাম্মদের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এঘটনা জানতে পেরে ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মো.আব্দুল খালেক গ্রাম পুলিশসহওই বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। এসময় ওই বিয়ে রেজিষ্ট্রার দিনাজপুর সদর উপজেলার লালবাগ এলাকার কাজি মো. মোস্তের রহমানকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজেবুর রহমান ওই কাজিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top