সকল মেনু

ফল ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের সভা অনুষ্ঠিত

images (3)বগুড়া অফিস : বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির সাথে রমজান মাসে ফল ব্যবসায়ীদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোজাম্মেল হক, পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ফুটপাথ দখল মুক্ত রাখা, ফলে রাসায়নিক দ্রব্য না মিশানো, ফলের দাম বৃদ্ধি না করা, রাস্তার উপর ফলের দোকান বসিয়ে যানজট সৃষ্টি না করা, ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলা, স্বেচ্ছায় ময়লা-আবর্জনা পরিস্কার করা, মাইকিং করে জন সচেতনতা বৃদ্ধি করা, ফল ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বেচ্ছা-সেবক নিয়োগ করা, কাঁঠালতলা রাস্তার উপরে কোন সবজির দোকান বসতে না দেওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে একসাথে কাজ করার জন্য বগুড়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, আব্দুল ওয়ারীশ, ফারুক হোসেন, সিনিয়র এএসপি নাজির আহমেদ খাঁন, আশরাফুল ইসলাম,বগুড়া পুলিশের মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, এএসপি গাজিউর রহমান, সদর থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন,ফল ব্যাবসায়ী সমিতির সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক স্বাধীন হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আইনুল হোসেনসহ ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top