সকল মেনু

আবারো নদ-নদীর পানি বৃদ্ধি পানি বন্দী ১০হাজার মানুষ

02072012111741pmGaibandha_Floodডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রামঃভারতের উজানের পাহাড়ী ঢলের পানি নতুন করে নেমে আসায় কুড়িগ্রামে আবারো সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে নদ-নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলের অন্ততঃ ৩০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার চরাঞ্চলের মানুষ। গত ৪৮ঘন্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৬১সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে সদর উপজেলার ভোগডাঙ্গা,যাত্রাপুর,হলোখানা,পাঁচগাছি ও মোগলবাসাসহ বিভিন্ন ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের ৩০টি গ্রাম। এসব এলাকার মানুষজন নতুন করে পানিবন্দী হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়,গত রোববার ২৪ঘন্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ১৫সেন্টিমিটার,তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার,চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৭ সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে ২সেন্টিমিটার বৃদ্ধি পেলেও গতকাল সোমবার তা কিছুটা কমেছে। তবে পানি বন্দী মানুষের দু’দফা বন্যার কারনে কষ্ট বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top