সকল মেনু

দোকানপাটে ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ

DSC00488_1শেরপুর থেকে শাহরিয়ার আহম্মেদ শাকির:খাস জমি নিয়ে বিরোধ এবং বাজারে ইফতারের দোকান বসা নিয়ে ঝগড়ার জের ধরে ২১জুলাই রাত থেকে ২২জুলাই সকাল পর্যন্ত দুইদল গ্রামবাসীর কয়েক দফা হামলায় শেরপুরের নকলা উপজেলার বিহারীর পাড় বাজারের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় দোকানপাটে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় ১০ জন আহত হয়েছে। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এ সময় বাজারের ২৫টি দোকান ভাংচুর ও লুটপাট করে এবং ৬টি দোকানে আগুন ধরিয়ে দিয়ে সব কিছুই লন্ডভন্ড করে দেয়। খবর পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায়। খবর পেয়ে প্রথমে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হলে শেরপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রশস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করে। সেইসঙ্গে দোকানপাট থেকে লুন্ঠিত ১২ বস্তা বিভিন্ন প্রকারের মালামাল উদ্ধার ও জব্দ করে নকলা থানায় নিয়ে আসে। ব্যবসায়ীদের দাবি এ ঘটনায় কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে বাজার কমিটির সদস্য আব্দুল হামিদ ও রফিকুল ইসলাম জানান, নয়া পাড়া, চান্দিনা ও মেদির পাড় গ্রামের লোকজন বিহারীর পাড় বাজারে হামলা করে লোট-পাট করেছে। এতে এ বাজারের ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে। নকলা থানার এসআই আল আমিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দোষীদেও বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top