সকল মেনু

বাংলাদেশ থেকে ১ম কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও

cardinal-bd_38187হটনিউজ২৪বিডি.কম : এবার বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল নিযুক্ত হলেন দেশের খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। তার নাম ঘোষণা করেন পোপ ফ্রান্সিস। আজ সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে। খবরে প্রকাশ, নতুন ১৭ ধর্মযাজককে কার্ডিনাল মনোনীত করেছেন পোপ ফ্রান্সিস। আর তাদের তালিকায় রয়েছে বাংলাদেশের আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিওর নামটি। বাংলাদেশের খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু প্যাট্রিক ডি রোজারিও হলেন এ দেশ থেকে প্রথম কার্ডিনাল হলেন। অর্থাৎ পরবর্তী পোপ নির্বাচনে একজন বাংলাদেশিও ভোট দেবেন। পোপও কার্ডিনালদের মধ্য থেকেই নির্বাচিত হন। আগামী ১৯ নভেম্বর তারা অভিষিক্ত হবেন।

প্রসঙ্গত প্যাট্রিক ডি রোজারিও ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত রাজশাহীর এবং ১৯৯৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের বিশপের দায়িত্ব পালন করেন। তারপর ঢাকার সহকারী আর্চ বিশপের দায়িত্বেও ছিলেন এক বছর। ১৯৪৩ সালে বরিশালের পাদ্রিশিবপুরে জন্ম নেয়া প্যাট্রিক ডি রোজারিও ২০১১ সালে ঢাকার আর্চ বিশপ বা বাংলাদেশে ক্যাথলিকদের প্রধান ধর্মগুরুর দায়িত্ব নেন।

তৎকালীন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপ ষোড়শ বেনেডিক্ট তাকে বাংলাদেশের আর্চবিশপ হিসেবে মনোনীত করেছিলেন। পোপ ষোড়শ বেনেডিক্টের কাছ থেকে পলিউম সম্মাননাও তিনি নিয়েছিলেন, যা ক্যাথলিক যাজকদের সর্বোচ্চ সম্মাননা। বিভিন্ন সেমিনারিতে দীর্ঘ প্রশিক্ষণের পর তিনি হলি ক্রস সংঘের আওতায় ১৯৭২ সালে ফাদার বা পুরোহিত হন।

এর আগে রোমের ভ্যাটিকানে রবিবার সাপ্তাহিক ভাষণে ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অপ্রত্যাশিতভাবেই নতুন ১৭ কার্ডিনালের নাম ঘোষণা করেন বলে ভ্যাটিকান রেডিওর প্রতিবেদনে বলা হয়। এ তালিকায় বাংলাদেশি প্যাট্রিক রোজারিও ছাড়াও রয়েছেন- ইতালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, স্পেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভেনেজুয়েলা, বেলজিয়াম, মরিশাস, মেক্সিকো, মালয়েশিয়া, লেসেথো, আলবেনিয়া ও পাপুয়া নিউ গিনি থেকে। এর মধ্যে ইতালি থেকে দুজন এবং যুক্তরাষ্ট্রের ৩জন কার্ডিনাল হয়েছেন।

খবরে জানানো হয়, আগামী ১৯ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে কার্ডিনাল হিসেবে অভিষিক্ত হবেন বলে পোপ জানান। এই কাডির্নালদের মধ্য থেকে যাদের বয়স ৮০ বছরের নিচে, তারা পোপ নির্বাচনে ভোট দিতে পারেন। নতুন কার্ডিনালদের মধ্যে বাংলাদেশি প্যাট্রিক ডি রোজারিওসহ ১৩ জনের বয়স ৮০ বছরের নিচে, অর্থাৎ তারা পোপ নির্বাচনের অধিবেশনে যোগ দিতে পারছেন। নতুন অন্য চার কার্ডিনালের বয়স ৮০ বছরের বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top