সকল মেনু

১২ কেজি সোনার মুকুট দেবীর জন্য

kcr-golden_37983হটনিউজ ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের দেবী ভদ্রকালীর জন্য ৩ কোটি রুপি মূল্যমানের ১১ দশমিক ৭ কেজি ওজনের সোনার এক মুকুট বানিয়ে হইচই ফেলে দিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আজ রবিবার দুর্গা নভরাত্রির দিন দেবীর মাথায় ওই মুকুট স্থাপন করা হবে। খবর এনডিটিভির। তেলাঙ্গানা পৃথক প্রদেশ হলে দেবীকে এ নৈবদ্য চড়াবেন বলে ব্রত করেছিলেন মুখ্যমন্ত্রী রাও। তেলাঙ্গানা সরকারের খরচে হায়দরাবাদের একটি নামকরা স্বর্ণালঙ্কারের দোকানে ওই মুকুটটি তৈরি করা হয়েছে। গত রাতে মুখ্যমন্ত্রী রাও সম্পূর্ণভাবে তৈরি মুকুটটি পরিদর্শন করেন। তবে চন্দ্রশেখরের এমন চোখ কপালে তোলা কাজ এটিই প্রথম নয়। বিভিন্ন সময় জাঁকজমকভাবে পালনকৃত ধর্মীয় অনুষ্ঠানের খরচ তিনি নিজেই দেন। আর এসব খরচের বিল অনেক সময় কোটি রুপিও ছাড়িয়ে যায়। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে তিনি দাবি করেন, ‘কোনো দুর্নীতি নয় বরং শুভাকাঙ্ক্ষিদের দানে সৃষ্ট নিজ ফান্ড থেকেই এসব খরচ মেটানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top