সকল মেনু

নডাইলে আত্মসাতের অভিযোগ,এলাকায় তোলপাড়ের সৃষ্টি

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কাশিপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ,মন্দির, মাদ্রাসা,স্কুল ও এতিমখানায় বার্ষিক ওয়াজ মাহফিলের নামে আনা জি আর প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসির অভিযোগ ও সরেজমিন ঘুরে জানা যায়, কাশিপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ,মন্দির, মাদ্রাসা,স্কুল ও এতিমখানায় বার্ষিক ওয়াজ মাহফিলের নামে কাশিপুর ইউপি চেয়ারম্যান ,জি আর প্রকল্পের বিশেষ বরাদ্ধ এনে পুরোটাই আত্মসাত করেছে । গ্রামের বিভিন্ন প্রকল্প ঘুরে খোজ খবর নিয়ে জানা যায়, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায়, সংশ্লিষ্ট সূত্রে জানা ১। কাশিপুর ঈদগাহ মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল ,২। কাশিপুর মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল,৩। ধোপাদাহ ঈদগাহ মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল, ৪। ধোপাদাহ মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল, ৫। ধোপাদাহ শেখপাড়া মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল, ৬। এড়েন্দা বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল, ৭। এড়েন্দা মোল্যা পাড়া মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল, ৮। বসুপটি মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল, ৯। বসুপটি মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল, ১০। সারুলিয়া খামার বাড়ির মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল,১১। সারোলিয়া উত্তরপাড়া মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল ,১২। ঈশানগাতী মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল, ১৩। ঈশানগাতী মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল, ১৪। ঈশানগাতী স্কুল মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল ,১৫। কাশিপুর স্কুল মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল,১৬। বসুপটি স্কুল মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল ,১৭। গন্ডব মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ,১৮। গন্ডব মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল, ১৯। চালিঘাট মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল,২০। বাহিরপাড়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল, ২১। বাহিরপাড়া মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল ,২২। বাহিরপাড়া স্কুল মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল,২৩। শালবরাত স্কুল মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল,২৪। শালবরাত মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল, ২৫। শালবরাত মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল,২৬। রামেশ্বর মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল ,২৭। রামেশ্বর তেমাথায় বার্ষিক ওয়াজ মাহফিল,২৮। কাশিপুর উত্তরপাড়া মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল,২৯। শাহবাজপুর এতিমখানার সামনে বার্ষিক ওয়াজ মাহফিল ,৩০। ভাটিগাতী মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল,৩১। গিলাতলা মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল ,৩২। বাহিরপাড়ার উত্তরপাড়া মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল ,৩৩। এড়েন্দা ফুটবল মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল,৩৪। এড়েন্দা পূর্বপাড়া মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল,৩৫। গিলাতলা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ,৩৬। পদ্মবিলা ঈদগাহ মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল, ৩৭। ধোপাদাহ পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়নে ২ মে:টন চাল,৩৮। বাহিরপাড়া স্কুল মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল ,৩৯। গন্ডব ঈদগাহ মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল, ৪০। চালিঘাট মন্দিরে নামযজ্ঞানুষ্ঠান, ৪১। চালিঘাট সুবোধ মাষ্টারের বাড়ি মন্দিরে নামযজ্ঞানুষ্ঠান, ৪২। গন্ডব ধনী বাড়ির জামে মসজিদের সামনে নামযজ্ঞানুষ্ঠান,৪৩। চালিঘাট ঠাকুর বাড়ির হরি মন্দিরের সামনে নামযজ্ঞানুষ্ঠানসহ আরও অনেক ধর্মীয় প্রতিষ্টানের নামে আনা জি আর প্রকল্পের লক্ষ লক্ষ টাকার চাল এনে পুরোটায় আত্মসাত করেছেন। এ ব্যাপারে কথা হয়,ধোপাদাহ পশ্চিমপাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হাই শিকদার, ঈশানগাতী মসজিদ ও কাশিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: রেজাউল করিম, কাশিপুর উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি ফিরোজ আলম (ডাবু),পদ্মবিলা ঈদগাহ কমিটির সভাপতি নূর-মিয়া শেখসহ অনেকের সাথে। তারা অভিযোগ করে বলেন, আমরা দির্ঘ্য ৮-১০ বছর ধরে সভাপতির দায়ীত্ব পালন করে আসছি, আমাদের এখানে কোন ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়নী। তবে দু’একটি মসজিদ মাদ্রাসায় গত শীত মৌসুমে গ্রাম্য লোকজনের সংগৃহীত অর্থায়নে ওয়াজ মাহফিল হয়েছে। আমরা সরকারী বরাদ্ধকৃত কোন চাল বা,অনুদান পাইনী। আরও অভিযোগ করে বলেন,আমরা বিভিন্ন পত্র পত্রিকা ও লোক মারফত শুনেছি আমাদের কাশিপুর ইউপি চেয়ারম্যান মো: মতিয়ার রহমান, এ বিশেষ বরাদ্ধ এনেছেন এবং প্রতি বছর অনুরূপ বরাদ্ধ এনে আত্মসাত করে আসছেন। ধর্মের নামে আনা চাল আত্মসাতের বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবীও জানান। এ ব্যাপারে জেলা প্রশাসক নড়াইল ও উপজেলা নির্বাহী অফিসার লোহাগড়া’র নিকট লিখিত অভিযোগ দাখিল করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top