সকল মেনু

নদী দূষণরোধে পরিদর্শনে যাচ্ছেন ৫ মন্ত্রী

9635_38079হটনিউজ২৪বিডি.কম : রাজধানী ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীসহ দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর নাব্যতা রক্ষায় ও দূষণরোধে করণীয় বিষয়ে সরেজমিন পরিদর্শনে যাচ্ছেন ৫ মন্ত্রী।

আজ রবিবার সকাল ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নদী পরিদর্শনে যাবেন মন্ত্রীরা। নৌ মন্ত্রাণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি জানান। তিনি বলেন, ঢাকা শহরের চারদিকে ৪টি নদীসহ অন্যান্য নদীর দূষণরোধ ও নাব্যতা রক্ষায় ৫ মন্ত্রী নদী পরিদর্শন করবেন।

নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নদী পরিদর্শন করবেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রাণালয় ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরাও নদী পরিদর্শনে অংশ নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top